Tuesday, October 14, 2025

সাফা কবিরের নতুন নাটক-বিরতি: ভালো গল্পের অপেক্ষায় অভিনেত্রী


ছবিঃ সাফা কবির (সংগৃহীত)

নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবির টিভি নাটকের পাশাপাশি ওটিটি কনটেন্টেও কাজ করেছেন, তবে ওটিটির উপস্থিতি তুলনামূলকভাবে কম। বর্তমানে তিনি টিভিতে বেশি ব্যস্ত থাকলেও নতুন নাটক বা কাজের ধারা তেমন নেই।

সাফা কবির সম্প্রতি বরিশালের বিভিন্ন লোকেশনে একটি নতুন নাটকের শুটিং শেষ করেছেন। এরপর তিনি নতুন কোনো নাটকে অংশগ্রহণ করতে পারছেন না। এ প্রসঙ্গে তিনি জানান, “কাজের প্রস্তাব আসে অনেক, কিন্তু গল্পে নতুনত্ব পাই না। সব একই ধরনের ট্রেন্ডি গল্প। এগুলোতে কাজ করতে চাই না, তাই কাজের সংখ্যা কমে যাচ্ছে। আমি বিরতি নিয়ে ভালো কিছু করতে চাই। সর্বশেষ ‘সন্ধি’ ও ‘কেন এই সঙ্গতা’ নাটকগুলো থেকে বেশ প্রশংসা পেয়েছি, কিন্তু এ ধরনের গল্প এখন আর আসছে না। তাই ভালো গল্পের অপেক্ষায়, আপাতত নিজেই বিরতিতে আছি।”

এদিকে, তার সমসাময়িক অনেক শিল্পী ইতিমধ্যেই সিনেমায় কাজ শুরু করেছেন। কিন্তু সাফা এখনও বড়পর্দায় পা রাখতে পারেননি। এ বিষয়ে তিনি বলেন, “আমি এখন সিনেমায় কাজের জন্য একদম প্রস্তুত। তবে শুধু ভালো গল্পের অপেক্ষায় আছি। মাল্টিকাস্টিং নয়, একক কোনো গল্পে, যেখানে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার সুযোগ থাকবে।”

সাফার এই মন্তব্য দর্শক ও ফ্যানদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে, যারা তার নতুন কাজের অপেক্ষায় রয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন