Tuesday, October 14, 2025

কেজিএফ খ্যাত অভিনেতা দিনেশ মাঙ্গালো আর নেই


ফাইল ছবিঃ দিনেশ মাঙ্গালো (সংগৃহীত)

কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেতা দিনেশ মাঙ্গালো মারা গেছেন। সোমবার (২৫ আগস্ট) ভোররাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি তিনি ‘কান্তারা: অধ্যায় ১’ চলচ্চিত্রের শুটিং চলাকালীন স্ট্রোকের শিকার হন। এরপর বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ বোধ করেন। কিন্তু সপ্তাহখানেক পর মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে আবারও হাসপাতালে ভর্তি হতে হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাঙ্গালোর মরদেহ ২৫ আগস্ট সন্ধ্যায় তার উডুপির বাড়িতে আনা হবে। ২৬ আগস্ট সকাল ৮টা থেকে সর্বসাধারণের জন্য দেহ প্রদর্শনের ব্যবস্থা থাকবে। পরবর্তীতে সুমনাহল্লি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে কন্নড় সিনেমা জগতে শোকের ছায়া নেমে এসেছে।

দিনেশ মাঙ্গালো অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘রানা বিক্রম’, ‘আম্বারি’, ‘সাভারি’, ‘ইন্তি নিন্না বেটি’, ‘তুঘলক’, ‘বেট্টাদা জীবন’, ‘সূর্য কান্তি’, ‘কিরিক পার্টি’। তবে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান ‘কেজিএফ চ্যাপ্টার ১’ চলচ্চিত্রে বোম্বের ডন শেঠির চরিত্রে অভিনয় করে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন