Tuesday, October 14, 2025

বড়াইগ্রামে নিখোঁজ কৃষকের মরদেহ পুকুর থেকে উদ্ধার


প্রতীকী ছবিঃ নাটোর (সংগৃহীত)

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর আদম আলী (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে রাজশাহী থেকে আসা বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে এসে এক ঘণ্টার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

নিহত আদম আলী ছিলেন বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ পঁচার ছেলে।

নিহতের আত্মীয় মহিদুল আলম জানান, প্রায় দুই বছর আগে স্ট্রোক হওয়ায় আদম আলীর বাঁ পা ও হাত আংশিক অক্ষম হয়ে গিয়েছিল। সোমবার সকালে তিনি ধানের জমিতে কাজ করতে যাওয়া শ্রমিকদের সঙ্গে দেখা করতে বের হন। কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত জমিতে না পৌঁছানোর কারণে ও বাড়িতে না ফেরায় স্বজনেরা তাকে খুঁজতে শুরু করেন।

পরবর্তীতে বাড়ির পাশের একটি পুকুরে তার হাতের লাঠি ভেসে থাকতে দেখা যায়। বনপাড়া ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের দুটি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালালেও কোনো ফল মেলেনি।

মঙ্গলবার সকালে রাজশাহী ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল এসে এক ঘণ্টার অভিযান চালিয়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর জানান, সম্ভবত জমিতে যাওয়ার পথে পুকুর পাড়ে পিছলে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে স্বজনদের ধারণা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন