Tuesday, October 14, 2025

মহেশখালীর শিশু মাহিয়া ধর্ষণ ও হত্যা: যুবকের মৃত্যুদণ্ড


ছবিঃ অপরাধী মো. সোলেমান (সংগৃহীত)

কক্সবাজারের মহেশখালীতে ছয় বছর বয়সী শিশু মাহিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে মো. সোলেমান (২৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ আগস্ট) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ ওসমান গনি এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি সোলেমান আদালতে উপস্থিত ছিলেন। রায় শুনে তিনি নিজেকে নির্দোষ দাবি করে কান্নায় ভেঙে পড়েন। সোলেমান টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল এলাকার মৃত ছৈয়দ করিমের ছেলে।

নিহত মাহিয়া মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ সাইরারডেইল এলাকার মোহাম্মদ আতাউল্লাহ’র মেয়ে। সে দক্ষিণ সাইরারডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৩০ নভেম্বর দুপুরে স্কুল থেকে ফেরার পর খেলার সময় মাহিয়াকে অপহরণ করা হয়। পরে তাকে ধর্ষণ ও হত্যা করে মরদেহ গুম করা হয়। পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার করিয়ারদিয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ২০২২ সালের ৩ ডিসেম্বর মহেশখালী থানায় একটি মামলা দায়ের করেন শিশুটির বাবা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন টিটু এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এমন নৃশংস অপরাধের জন্য আসামির মৃত্যুদণ্ড হওয়ায় অপরাধীরা ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে ভয় পাবে।” তিনি আরও জানান, “বিচারক আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিতের রায় দিয়েছেন।”

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর অবশেষে এই রায় ঘোষণা করা হলো, যা নির্যাতিত পরিবার এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন