Tuesday, October 14, 2025

অভিনেত্রী বাঁধনের স্বীকারোক্তি: রাজনীতির পথ ছেড়ে দিলেন শিল্প ও মানবিকতার জন্য


ছবিঃ আজমেরী হক বাঁধন (সংগৃহীত)

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভাবনা ও অভিজ্ঞতা নিয়মিত ভাগ করে নেওয়া অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবার জানালেন জীবনের গুরুত্বপূর্ণ এক উপলব্ধি। ফেসবুকে দেওয়া সাম্প্রতিক এক স্ট্যাটাসে তিনি জানান, দীর্ঘদিন রাজনীতির প্রতি আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত সেই পথে না এগোনোর সিদ্ধান্ত নিয়েছেন।

বাঁধন লিখেছেন, জীবনের বিভিন্ন সময়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো কিংবা আশেপাশের মানুষের পাশে থাকার অভ্যাস তাঁকে রাজনৈতিক ভাবনায় টেনেছিল। এমনকি নির্বাচনী প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ করেছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উপলব্ধি করেছেন, রাজনীতি তাঁর জন্য নয়। তাঁর ভাষায়, স্বাধীনভাবে মত প্রকাশের যে সাহস তিনি অর্জন করেছেন, তা রাজনৈতিক কাঠামোর সীমাবদ্ধতার ভেতর সম্ভব নয়।

‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের সাফল্যের কথা উল্লেখ করে বাঁধন জানান, ওই ছবিই তাঁকে নতুনভাবে নিজের জায়গা চিনতে সাহায্য করেছে। এখন তিনি বিশ্বাস করেন, সমাজ পরিবর্তনের প্রকৃত শক্তি তাঁর শিল্প ও কাজের মাধ্যমেই সম্ভব।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, মানুষের জীবনে ইতিবাচক ছাপ রেখে যাওয়াই তাঁর আসল জয়। ক্ষমতা বা পদবি নয়, বরং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াই তাঁর লক্ষ্য।

বাঁধনের এই খোলামেলা স্বীকারোক্তি ভক্ত ও অনুসারীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তাঁকে সাহসী সিদ্ধান্তের জন্য অভিনন্দন জানাচ্ছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন