Tuesday, October 14, 2025

কোক স্টুডিও বাংলা আবার ফিরছে: ২৩ আগস্ট তৃতীয় মৌসুমের নতুন গান প্রকাশ


ফাইল ছবিঃ কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুম শুরু হয়েছিল (সংগৃহীত)

এক বছরের বেশি বিরতির পর কোক স্টুডিও বাংলা আবারও ফিরছে। বৃহস্পতিবার বেলা ৩টা ৩৫ মিনিটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্ল্যাটফর্মটি জানিয়েছে, ২৩ আগস্ট তৃতীয় মৌসুমের পরবর্তী গান প্রকাশ করা হবে।

২০২৪ সালের ১৩ এপ্রিল তৃতীয় মৌসুমের প্রচার শুরু হয় ১৮০ জন সুরকার ও শিল্পীর অংশগ্রহণে। এর মধ্যে তিনটি গান ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, যার সর্বশেষ গান ছিল ২০২৪ সালের ২৫ মে প্রকাশিত ‘অবাক ভালোবাসা’। তারপর দীর্ঘ সময় কোনো নতুন গান প্রকাশিত হয়নি।

কোক স্টুডিও বাংলা জানাচ্ছে, সামনে আরও ছয়টি গান প্রকাশিত হবে। এই গানে অংশগ্রহণ করবেন দেশীয় তারকা শিল্পীদের পাশাপাশি উদীয়মান প্রতিভারাও। প্ল্যাটফর্মটি আশা করছে, দর্শকরা আবারও উপভোগ করবেন কোক স্টুডিও বাংলার মিউজিক্যাল ফিউশন, প্রাণবন্ত পারফরম্যান্স এবং চমকপ্রদ আয়োজন।

কোকাকোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু–উন নাহার বলেন, “শ্রোতাদের সঙ্গে আবার যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। কোক স্টুডিও বাংলা সবসময় বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও সংগীতের ঐতিহ্য তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন সিজনের গানগুলো দর্শকদের সামনে তুলে ধরার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণব বলেন, “এই সিজনে প্রতিভাবান শিল্পীদের একত্র করা হয়েছে এবং তাঁরা মিলে দারুণ কিছু তৈরি করেছেন। আমরা বিশ্বাস করি, সৃষ্টির সময় যে আবেগ ও আনন্দ অনুভব করেছি, শ্রোতারা সেটাই অনুভব করবেন।”

শ্রোতারা স্পটিফাই এবং কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নতুন গানগুলো উপভোগ করতে পারবেন। কোক স্টুডিও বাংলা ২০২২ সালে যাত্রা শুরু করে, প্রথম মৌসুমে ১০টি গান প্রকাশিত হয়েছিল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন