- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
গতকাল শুক্রবার ভোরে ভারতের উত্তর প্রদেশের বেরেলি সিভিল লাইনে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলি ছোড়া হয়েছে। পুলিশ জানায়, মোটরসাইকেলে আসা দুই হামলাকারী টানা দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। দুর্ভাগ্যক্রমে কেউ আহত হননি।
ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন দিশার পরিবার—বোন খুশবু পাটানি (সাবেক সেনা কর্মকর্তা), বাবা জগদীশ পাটানি (অবসরপ্রাপ্ত ডিএসপি) ও মা পদ্মা পাটানি। দিশা নিজে তখন মুম্বাইয়ে ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি খালি কার্তুজ উদ্ধার করেছে এবং বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে।
বেরেলি এসএসপি অনুরাগ আর্য জানান, ভোর ৪টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। হামলাকারীদের খুঁজে বের করতে পাঁচটি বিশেষ টিম গঠন করা হয়েছে।
ঘটনার দায় স্বীকার করেছে রোহিত গোদারা-গোল্ডি ব্রার চক্র। তারা তাদের পোস্টে দাবি করেছে, দিশা ও তাঁর বোন আধ্যাত্মিক গুরুদের অসম্মান করেছেন। পোস্টে হুমকি দেওয়া হয়েছে, “এটা শুধু ট্রেলার, পরেরবার কেউ ধর্মকে অসম্মান করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”
চক্রটি আরও জানিয়েছে, ধর্ম ও সমাজ রক্ষার জন্য তারা যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীদের খুঁজে বের করার জন্য একাধিক অভিযান চলছে। দিশা পাটানি এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।