- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ফরিদপুর:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই ভাইয়ের পারিবারিক বিরোধে ছোট ভাই আলাউদ্দিন শেখ (২৮) বঁটির কোপে বড় ভাই সালাউদ্দিন শেখ (৩১) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে সালাউদ্দিনকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ভাই যৌথভাবে একটি বিদ্যুতের মিটার ব্যবহার করতেন। শুক্রবার সকালে আলাউদ্দিনের ঘরে বৈদ্যুতিক বাতি জ্বলতে দেখে সালাউদ্দিন প্রতিবাদ জানান। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায় আলাউদ্দিন বঁটি নিয়ে তেড়ে এসে সালাউদ্দিনকে কোপ দেয়। কোপটি পেটে লেগে তিনি গুরুতর আহত হন।
তুজারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালিউর রহমান জানান, তর্কের সময় সালাউদ্দিন লাঠি দিয়ে ছোট ভাইকে আঘাত করেন। উত্তেজিত হয়ে আলাউদ্দিন বঁটি দিয়ে বড় ভাইকে কোপ দেয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ শেখ জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্ত ছোট ভাই আলাউদ্দিন পলাতক রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।