- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | বান্দরবান:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে মো. তোহা (২৫) নামে এক ব্যক্তি স্ত্রী জেসমিন আক্তার (২২)-কে দাহ্য পদার্থ ঢেলে হত্যার চেষ্টা করেছেন। গুরুতর দগ্ধ অবস্থায় তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ রাতে জেসমিন মারা যান।
ভোরে পুলিশ অভিযান চালিয়ে কক্সবাজার জেলা সদর থেকে অভিযুক্ত তোহাকে গ্রেপ্তার করেছে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, তোহার স্ত্রীকে ৯ সেপ্টেম্বর দগ্ধ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে প্রায় চার দিন চিকিৎসাধীন থাকার পর তিনি শুক্রবার সন্ধ্যায় মারা যান।
মামলার এজাহারে বলা হয়েছে, তোহা স্থানীয় একটি কোম্পানির রাবার বাগানে কাজ করতেন এবং কোম্পানির স্টাফ কোয়ার্টারে স্ত্রীকে নিয়ে থাকতেন। ওই স্থানে তিনি ঘুমন্ত অবস্থায় স্ত্রীর উপর অ্যাসিডজাতীয় পদার্থ ঢেলে হত্যার চেষ্টা করেন।
নিহত নারীর বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করেন। পুলিশ অভিযুক্ত তোহার বিরুদ্ধে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।