Tuesday, October 14, 2025

আন্ডারওয়ার্ল্ডের হুমকির মুখেও একা আদালতে দাঁড়িয়েছিলেন প্রীতি জিনতা


ফাইল ছবিঃ প্রীতি জিনতা (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

আশি ও নব্বইয়ের দশকে বলিউডে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব ছিল ভয়াবহ। প্রযোজনায় অর্থ ঢালতেন মাফিয়ারা, তারকারাও পেতেন হুমকি। অনেকে ভয়ে নীরব থাকলেও ব্যতিক্রম ছিলেন অভিনেত্রী প্রীতি জিনতা।

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘চোরি চোরি চুপকে চুপকে’ ছবির সময় আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা শাকিলের বিনিয়োগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রকাশ্যে এলে পুলিশ ছবির প্রিন্ট জব্দ করে, ইন্ডাস্ট্রিজুড়ে আতঙ্ক নেমে আসে। এ সময় প্রীতি জিনতাসহ কয়েকজন শিল্পী হুমকির ফোন পেলেও অধিকাংশ তারকা চুপ থাকেন। কিন্তু প্রীতি ভিন্ন পথ বেছে নেন।

মামলা আদালতে গেলে তিনি একাই সাক্ষ্য দিতে এগিয়ে আসেন। স্পষ্টভাবে গ্যাংয়ের নাম উল্লেখ করে আদালতে জানান, তাঁকে সরাসরি ফোন করে টাকা দাবি করা হয়েছিল। তাঁর এই সাহসী পদক্ষেপে পুলিশ গ্রেপ্তার করে অর্থ লগ্নিকারী ভরৎ শাহ ও প্রযোজক নাজিম রিজভিকে।

বলিউড ইতিহাসে প্রীতির এ অবস্থানকে বিরল দৃষ্টান্ত হিসেবে দেখা হয়, যেখানে একজন অভিনেত্রী শুধু পর্দার আলোতেই নয়, বাস্তব জীবনেও সাহসিকতার প্রতীক হয়ে উঠেছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন