Tuesday, October 14, 2025

ডাকসু নির্বাচনে পরাজয়ের পর ফেইসবুকে তানভীর হামিমের আবেগঘন প্রতিক্রিয়া


ছবিঃ ফেসবুক থেকে সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ তানভীর বারী হামিম। তবে রবিবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে তিনি পরাজিত হন শিবির সমর্থিত প্রার্থী এস এম ফরহাদের কাছে।


ভোটের ফল প্রকাশের পর নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দীর্ঘ আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন তানভীর হামিম। সেখানে তিনি একদিকে পরাজয়ের বেদনাকে মেনে নেওয়ার চেষ্টা করেছেন, অন্যদিকে নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।


হামিম লিখেছেন— তিনি নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে দেখেন, যিনি হাসি-খুশি হলেও সংগ্রামী। ছাত্রদল এবং এর কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে যে সম্মান দিয়ে জিএস পদপ্রার্থী করেছিলেন, সেটিকে তিনি রাজনৈতিক জীবনের বড় অর্জন হিসেবে মনে করেন।


তবে ফলাফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমর্থন সঠিকভাবে প্রতিফলিত হয়নি বলেও দাবি করেন তিনি। এজন্য তিনি তারেক রহমান ও ঢাবি শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। হামিম বলেন, “ব্যক্তিগত জীবনে অনেকবার হেরেছি, কিন্তু রাজনৈতিক জীবনে এটাই প্রথম পরাজয়। যদিও এই পরাজয় ভাগ্য, পরিস্থিতি ও সময়ের কাছে।”


নিজ দলের নেতাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লিখেছেন, “আমার বিশ্ববিদ্যালয়ের অগ্রজরা আমার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। বিশেষ করে তারেক রহমান সাহেব এবং সেইসব শিক্ষার্থীর কাছে আমি কৃতজ্ঞ, যারা আমার জয় নিশ্চিত ভেবেছিলেন। একইসাথে কৃতজ্ঞ সেইসব শিক্ষার্থীদের কাছেও, যারা মনে করেছেন আমি তাদের জন্য যোগ্য নই।”


এ সময় তিনি আল্লাহর প্রতি আস্থা ব্যক্ত করে বলেন, মানুষের দোয়া কখনো ব্যর্থ হয় না। তাই এই পরাজয় ভবিষ্যতের পথচলায় নতুন এক শক্তি যোগাবে বলে আশা করেন তিনি।


উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরা এতে অংশ নিলেও শেষ পর্যন্ত জয়ী হন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী এস এম ফরহাদ।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন