Tuesday, October 14, 2025

ডাকসু নির্বাচনের পর শিবিরের দুই দিনের কর্মসূচি ঘোষণা


ছবিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের হল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে দল সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিজয়ের পর বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম জানান, দুই দিনব্যাপী এ কর্মসূচির মধ্যে রয়েছে শুকরিয়া আদায়ে দোয়া মাহফিল, শব্বেদারি বা নৈশ ইবাদত, শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ।

এ কর্মসূচি বাস্তবায়নে সংগঠনের সব মহানগর, শহর, বিশ্ববিদ্যালয় ও জেলা শাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আনন্দ মিছিল, শোভাযাত্রা বা র‌্যালি থেকে বিরত থাকতে বলা হয়েছে।

শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতেই এ কর্মসূচির বিস্তারিত জানানো হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন