Tuesday, October 14, 2025

ডাকসু জয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আহমদ, ছাত্ররাজনীতির ধারাবাহিকতার ওপর গুরুত্বারোপ


ছবিঃ ডাকসু নির্বাচনে জয়ীদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “যাঁরা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছেন, তাঁদের প্রতি আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই। এটাই গণতন্ত্রের রীতি।”

আজ বুধবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযোদ্ধা হলে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডাকসু নির্বাচনে কিছু অনিয়মের কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ সময় পর নির্বাচনের যাত্রা শুরু হওয়ায় কিছু ত্রুটি-বিচ্যুতি ছিল। একইসঙ্গে তিনি শিবিরের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলে বলেন, তাঁর জানা মতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ডাকসু নির্বাচনে অংশ নেয়নি।

জাতীয় রাজনীতিতে ডাকসুর প্রভাব নিয়ে আলোচনায় সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে ডাকসুর ভিপি ও জিএসরা জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন, কেউ সংসদে গেছেন, আবার অনেকে এখনো সংগ্রাম করছেন। তিনি নির্বাচিতদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। ফ্যাসিবাদ, একনায়কতন্ত্র বা একদলীয় রাষ্ট্রব্যবস্থার উত্থান ঠেকাতে হলে গণতান্ত্রিক ধারা বজায় রাখা জরুরি।

ছাত্ররাজনীতির প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জাতীয় নেতৃত্ব তৈরির ক্ষেত্র। তাই শিক্ষাঙ্গনে রাজনীতির চর্চা থাকা উচিত।

আলোচনা সভায় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনসহ অন্যান্য নেতারা। অনুষ্ঠানে মহিলা দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন