Sunday, January 11, 2026

স্বাস্থ্যবিষয়ক ‘চ্যাটজিপিটি হেলথ’ নামে আলাদা সেবা চালু করবে ওপেনএআই


প্রতীকী ছবিঃ চ্যাটজিপিটি (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা চ্যাটজিপিটিতে স্বাস্থ্য সংক্রান্ত আলাদা অভিজ্ঞতা দিতে নতুন উদ্যোগ নিয়েছে ওপেনএআই। বুধবার প্রতিষ্ঠানটি ‘চ্যাটজিপিটি হেলথ’ নামে একটি নতুন সেবা ঘোষণা করেছে, যেখানে ব্যবহারকারীরা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে আলাদা পরিসরে কথোপকথন করতে পারবেন।

ওপেনএআই জানায়, ইতোমধ্যেই বিপুলসংখ্যক মানুষ চ্যাটজিপিটিকে স্বাস্থ্য ও সুস্থতা সংক্রান্ত প্রশ্ন করছেন। প্রতি সপ্তাহে প্রায় ২৩ কোটি মানুষ এই প্ল্যাটফর্মে চিকিৎসা, ফিটনেস ও সুস্থতা বিষয়ে তথ্য খোঁজেন। তবে নতুন এই সেবার মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক আলোচনা ব্যবহারকারীর অন্যান্য সাধারণ কথোপকথন থেকে আলাদা রাখা হবে। ফলে দৈনন্দিন চ্যাটে ব্যক্তিগত স্বাস্থ্যসংক্রান্ত প্রসঙ্গ স্বয়ংক্রিয়ভাবে উঠে আসবে না।

যদি কেউ সাধারণ চ্যাটের মধ্যেই স্বাস্থ্য বিষয়ে আলোচনা শুরু করেন, তাহলে এআই তাকে ‘হেলথ’ বিভাগে যাওয়ার পরামর্শ দেবে। এই আলাদা জায়গায় ব্যবহারকারীর স্বাস্থ্যসংক্রান্ত আলাপ আরও গুছিয়ে রাখা যাবে।

চ্যাটজিপিটি হেলথে ব্যবহারকারীর আগের কিছু সাধারণ অভিজ্ঞতার তথ্যও কাজে লাগতে পারে। যেমন—কেউ যদি আগে ম্যারাথন দৌড়ের প্রস্তুতি নিয়ে পরামর্শ চান, তাহলে হেলথ সেকশনে ফিটনেস লক্ষ্য নিয়ে কথা বলার সময় এআই বুঝতে পারবে যে তিনি একজন রানার।

এই সেবার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এটি বিভিন্ন স্বাস্থ্য ও ফিটনেস অ্যাপের সঙ্গে যুক্ত হতে পারবে। অ্যাপল হেলথ, মাইফিটনেসপাল বা ফাংশনের মতো প্ল্যাটফর্ম থেকে ব্যক্তিগত স্বাস্থ্যতথ্য যুক্ত করার সুযোগ থাকবে। তবে ওপেনএআই স্পষ্ট করেছে, হেলথ বিভাগে হওয়া কথোপকথন তাদের এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হবে না।

ওপেনএআইয়ের অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান নির্বাহী ফিদজি সিমো এক ব্লগ পোস্টে বলেন, চ্যাটজিপিটি হেলথ মূলত বর্তমান স্বাস্থ্যব্যবস্থার কিছু দীর্ঘদিনের সমস্যার প্রতিক্রিয়া। তার মতে, চিকিৎসা ব্যয় বৃদ্ধি, সহজে চিকিৎসাসেবা না পাওয়া, চিকিৎসকদের ওপর অতিরিক্ত চাপ এবং ধারাবাহিক চিকিৎসা সেবার অভাব—এই সমস্যাগুলো সমাধানে সহায়ক হতে পারে এআইভিত্তিক এই উদ্যোগ।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পাশাপাশি নতুন ঝুঁকিও তৈরি হতে পারে। বড় ভাষাভিত্তিক মডেলগুলো মূলত সম্ভাব্য উত্তর অনুমান করে দেয়, সব সময় যে সেটি সঠিক হবে—এমন নিশ্চয়তা নেই। ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার ঝুঁকিও থেকে যায়।

এ কারণেই ওপেনএআই তাদের সেবার শর্তে উল্লেখ করেছে, চ্যাটজিপিটি কোনো রোগ নির্ণয় বা চিকিৎসার জন্য ব্যবহার করার উদ্দেশ্যে তৈরি নয়। বরং এটি তথ্য ও সহায়ক আলোচনার একটি মাধ্যম হিসেবে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন