Monday, January 12, 2026

এলপিজির দাম পুনর্নির্ধারণের দাবিতে সারাদেশে বিক্রি বন্ধ, চরম ভোগান্তিতে গ্রাহকরা


ছবিঃ গ্যাস (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

এলপিজি সিলিন্ডারের দাম পুনর্নির্ধারণ এবং ডিলারদের হয়রানি বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকেই ঢাকাসহ দেশের সব এলাকায় এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

ব্যবসায়ী সমিতি জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি সম্পূর্ণ বন্ধ থাকবে। হঠাৎ এই সিদ্ধান্তে সাধারণ ভোক্তাদের মধ্যে তীব্র সংকট তৈরি হয়েছে। অনেক এলাকায় এলপিজি সিলিন্ডার একেবারেই পাওয়া যাচ্ছে না, আবার কোথাও সীমিত পরিমাণে মিললেও অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে।

সমিতির নির্দেশনায় বুধবার (৭ জানুয়ারি) রাত থেকেই দেশের সব পরিবেশক ও খুচরা বিক্রেতাকে এলপিজি বিক্রি বন্ধ রাখতে বলা হয়। পাশাপাশি সব কোম্পানির এলপিজি প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়।

এর আগে বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে ব্যবসায়ী নেতারা দুটি প্রধান দাবি তুলে ধরেন। সেগুলো হলো—বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক এলপিজি সিলিন্ডারের দাম নতুনভাবে সমন্বয় করা এবং প্রশাসনের মাধ্যমে ডিলারদের হয়রানি ও জরিমানা বন্ধ করা।

ব্যবসায়ীরা জানান, ২৪ ঘণ্টার মধ্যে দাবি মেনে না নিলে অনির্দিষ্টকালের জন্য সরবরাহ বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হবে—যা বৃহস্পতিবার থেকে বাস্তবায়ন হয়েছে।

এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সেলিম খান বলেন, “বৃহস্পতিবার সকাল থেকেই সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রয়েছে। আজ বিকেলে বিইআরসির সঙ্গে আমাদের বৈঠক রয়েছে। সেখানে দাবি মেনে নেওয়া হলে সরবরাহ আবার শুরু হবে, অন্যথায় কর্মসূচি চলবে।”

এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, বেশিরভাগ দোকানেই এলপিজি সিলিন্ডার নেই। কোথাও হাতে গোনা কয়েকটি সিলিন্ডার থাকলেও তা স্বাভাবিক দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে।

সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ফ্ল্যাটবাড়ির বাসিন্দা, ছোট খাবারের দোকান ও রেস্তোরাঁ মালিকরা। অনেক জায়গায় রান্না কার্যক্রম ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনযাত্রায়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন