Tuesday, October 14, 2025

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০


ছবিঃ সংঘর্ষে আহত তিন শিক্ষার্থী (সংগৃহীত)

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আবারও মুখোমুখি হয়েছে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ ঘিরে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে এক সিটি কলেজের শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া ঢাকা কলেজের দুই শিক্ষার্থী—অন্তর ও আপন—ক্রমশ মাথা ও নাকে আঘাত পান। আপন উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালেও ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের কারণে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে সায়েন্সল্যাব থেকে নিউমার্কেট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে বিকেলের দিকে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুহাম্মদ তারিকুজ্জামান বলেন, দুই কলেজের শিক্ষার্থীরা হঠাৎ রাস্তায় নেমে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমাদের কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষের সূত্রপাত নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। কেউ বলছেন, কোচিং সেন্টারকেন্দ্রিক বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে, আবার কেউ দাবি করছেন ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন