- ১০ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষায় প্রক্সি ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ছাত্রত্ব বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মেহেদী হাসান সনি, আইন বিভাগের ফাহিম আল মামুন বর্ণ এবং ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. শোভন।
সিন্ডিকেট সদস্য ও আরবি বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্তে প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়ার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় সিন্ডিকেট সর্বসম্মতিক্রমে তাঁদের ভর্তি ও ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নেয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে রাবির ভর্তি পরীক্ষায় একই ব্যক্তির মাধ্যমে একাধিক শিক্ষার্থীকে প্রক্সি দিয়ে ভর্তি করানোর অভিযোগ উঠে আসে। বিষয়টি প্রশাসনের নজরে এলে ওই বছরের ১৫ সেপ্টেম্বর পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির সভাপতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসুদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খান, সাবেক আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা এবং সদস্য সচিব হিসেবে উপ-রেজিস্ট্রার এ.এইচ.এম. আসলাম হোসেন।
দীর্ঘ তদন্ত শেষে কমিটি অভিযোগের সত্যতা নিশ্চিত করে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই সিন্ডিকেট এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষার স্বচ্ছতা ও শিক্ষার মান রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার নৈতিকতা ও নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার দাবি তুলেছেন শিক্ষার্থীদের একটি অংশ।