- ১০ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। পাবনা
সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত আইনি জটিলতার কারণে পাবনা–১ ও পাবনা–২ আসনের নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার জানিয়েছে কমিশন।
ইসি সূত্র জানায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার আলোকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই দুই আসনে নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, আপিল বিভাগের আদেশ অনুযায়ী ইসি বাধ্যতামূলকভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে।
এর আগে গত সোমবার আপিল বিভাগ পাবনা-১ ও পাবনা-২ আসনের আগের সীমানা পুনর্বহাল করে ইসির জারি করা সংশোধিত গেজেটের সংশ্লিষ্ট অংশ স্থগিত করেন। এই স্থগিতাদেশ কার্যকর থাকবে লিভ টু আপিল দাখিল না হওয়া পর্যন্ত। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ নির্বাচন কমিশন ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন গত বছরের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসনের পুনর্বিন্যাস করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। ওই গেজেট অনুযায়ী সাঁথিয়া উপজেলার পুরো অংশ নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে একত্র করে পাবনা-২ আসন নির্ধারণ করা হয়।
এই পুনর্বিন্যাসের বৈধতা চ্যালেঞ্জ করে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম ও সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে রিট আবেদন করেন। এর ধারাবাহিকতায় বিষয়টি আপিল বিভাগ পর্যন্ত গড়ায় এবং সর্বশেষ আদেশের ফলে দুই আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত হলো।
আইনি প্রক্রিয়ার পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করে এই আসন দুটিতে নির্বাচন কবে এবং কোন সীমানায় অনুষ্ঠিত হবে—তা নির্ধারিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।