Tuesday, October 14, 2025

নায়লা নাইমের স্ট্যাটাসে আলোচনার ঝড়


ছবিঃ নায়লা নাইম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের খোলামেলা বক্তব্যের জন্য বরাবরই আলোচনায় থাকেন অভিনেত্রী ও মডেল নায়লা নাইম। সম্প্রতি তিনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন যা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে তুমুল আলোচনা।

নায়লা নাইম লিখেছেন—

প্রশ্ন: আপনার বাসায় কেউ কি আপনার এমন ছবি দেখে না?

উত্তর: আপনার বাসায় কি কেউ দেখেনা আপনি নিয়মিত আমার ছবি দেখে গিটার বাজান!!

স্ট্যাটাসটি প্রকাশের সঙ্গে সঙ্গেই অসংখ্য মন্তব্য আসতে শুরু করে। অনেকে এটিকে সাহসীকতা হিসেবে নিলেও, অনেকেই আবার সমালোচনা করে প্রতিক্রিয়া জানাচ্ছেন। নায়লা নাইমের এমন মন্তব্য তার ভক্তদের কাছে মজার মনে হলেও সমালোচকদের একাংশ মনে করছেন, এটি তার পুরোনো বিতর্কিত ইমেজকেই আবার সামনে নিয়ে এসেছে।

সম্প্রতি তার অধিকাংশ ছবি AI জেনারেটেড হওয়ায়, তার ভক্তদের মধ্যেও কিছুটা চাপা অসন্তোষ বিরাজ করছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন