- ১০ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে একযোগে এই ফলাফল ঘোষণা করা হয়।
সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ৪৭ হাজার ৪৩৪ জন শিক্ষার্থীর মধ্যে মোট ১৬ হাজার ১৫৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ৬০১৩৬৮ রোল নম্বরধারী এক শিক্ষার্থী ৯০ দশমিক ৫০ শতাংশ নম্বর পেয়ে মেধা তালিকার প্রথম স্থান অর্জন করেছেন।
এর আগে গত ৩ জানুয়ারি তিনটি বিভাগীয় শহরে একযোগে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন ১৯ হাজার ২২২ জন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিত ছিলেন ২১ হাজার ৭৭ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নেন ৭ হাজার ৬৯ জন পরীক্ষার্থী। তিনটি কেন্দ্র মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় ৪৭ হাজার ৪৩৪ জন।
‘ডি’ ইউনিটের আওতায় সমাজবিজ্ঞান অনুষদের ৯টি বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ ও শিক্ষা ও গবেষণা বিভাগ এবং জীববিজ্ঞান অনুষদের অধীন দুটি বিভাগ রয়েছে। এই ইউনিটে মোট আসন সংখ্যা ৮৪৯টি। এসব আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল ৫১ হাজার ৫০৫টি, ফলে প্রতি আসনের জন্য গড়ে প্রায় ৬০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী ভর্তি কার্যক্রমের সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা শিগগিরই প্রকাশ করা হবে।