Sunday, January 11, 2026

বরিশাল মহানগর বিএনপির আরও ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার


প্রতীকী ছবিঃ বিএনপির লোগো (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বরিশাল 

বরিশাল মহানগর বিএনপির বহিষ্কৃত আরও ১২ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (গতকাল) রাতে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে চলতি সপ্তাহের বুধবার একইভাবে মহানগর বিএনপির তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছিল।

মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন শিকদার জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট নেতাদের আগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। পরবর্তীতে তারা নিজেদের ভুল স্বীকার করে দলীয় ফোরামে আবেদন করলে বিষয়টি পুনর্বিবেচনা করে বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হওয়ায় ওই বছরের ৪ জুন মহানগর বিএনপির মোট ১৯ জন নেতাকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে তাদের মধ্যে চারজন আওয়ামী লীগে যোগ দেন। বাকি ১৫ জনের মধ্যে এবার ১২ জনসহ মোট সবাইকে দলে পুনরায় অন্তর্ভুক্ত করা হলো।

বহিষ্কারাদেশ প্রত্যাহার পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন—
মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ফিরোজ আহমেদ, সাবেক ওয়ার্ড সভাপতি ফরিদ উদ্দিন হাওলাদার, সাবেক সদস্য ও কাউন্সিলর সৈয়দ হাবিবুর রহমান, সাবেক ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, বিএনপি সদস্য সৈয়দ হুমায়ুন কবির, মহানগর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রী জাহানারা বেগম, সেলিনা বেগম, রাশিদা পারভীন ও জেসমিন সামাদ, পাশাপাশি মো. সিদ্দিকুর রহমান, সাবেক ছাত্রদল নেতা কামরুল আহসান এবং জাবের আবদুল্লাহ সাদী।

এর আগে বুধবার মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানসহ আরও দুই নেতার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন