- ১১ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে অপহরণের শিকার এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বালুঘাট এলাকার ফকিরবাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। অপহরণের অভিযোগ পাওয়ার পর সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অভিযানটি চালানো হয়।
অভিযানে অপহৃত রুবেল (৩০) নামের এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। তারা হলেন—পোমরা ইউনিয়নের দানু মেম্বারের ছেলে শাহেদ হাসান (৩৫), আবদুল করিমের ছেলে ওবায়দুল মোস্তফা সৌরভ (৩১) এবং বেতাগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজু মিয়ার ছেলে মো. আব্দুস সালাম (২২)।
গ্রেফতারকৃতদের বসতঘর তল্লাশি করে ৮৮২ পিস ইয়াবা, প্রায় ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং দা, চাপাতি, রামদা, ছুরি ও হাতুড়িসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া তিনটি পাসপোর্ট, পাঁচটি স্মার্টফোন, চারটি বাটন ফোন এবং নগদ ১ লাখ ৫ হাজার ৮৯০ টাকা জব্দ করা হয়।
সেনা সূত্র আরও জানায়, গ্রেফতার হওয়া ওবায়দুল মোস্তফা সৌরভ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার মা রুবিনা আক্তারও স্থানীয়ভাবে মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত হলেও অভিযানের সময় তাকে আটক করা সম্ভব হয়নি।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।