Sunday, January 11, 2026

ঘুস লেনদেনের অভিযোগে নবীনগর থানার দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত


ছবিঃ ঘুস গ্রহণের অভিযোগে পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় কর্মরত এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে ঘুস গ্রহণের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন এসআই জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার।

শনিবার (১০ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি ভোরে নবীনগর-সলিমগঞ্জ সড়কের কানাবাড়ি মোড় এলাকায় টহলকালে একটি পিকআপভ্যান আটক করেন ওই দুই পুলিশ সদস্য। অভিযোগ রয়েছে, পিকআপটিতে বিপুল পরিমাণ গাঁজা থাকা সত্ত্বেও আর্থিক সুবিধা নিয়ে তারা সেটি ছেড়ে দেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তাৎক্ষণিকভাবে তদন্তের উদ্যোগ নেওয়া হয়।

পুলিশ সুপার আব্দুর রউফ জানান, অভিযোগের গুরুত্ব বিবেচনায় নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। প্রাথমিক তদন্তের ভিত্তিতেই দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সংশ্লিষ্ট দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় পুলিশ বিভাগের অভ্যন্তরে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে আবারও কঠোর অবস্থানের কথা জানিয়েছে জেলা পুলিশ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন