- ১১ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নোয়াখালী
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি ব্রিজ নির্মাণের প্রস্তুতিকালে মাটির গভীর স্তর থেকে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে আপাতত ওই স্থান থেকে গ্যাস নির্গমন বন্ধ রাখা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ভৈরব বাজারসংলগ্ন একটি খালের পাশে এই ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন একটি উন্নয়ন প্রকল্পের আওতায় সেখানে ৪৫ মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির কাজ পেয়েছেন ঠিকাদার সাইফুল ইসলাম শেখ এবং তদারকির দায়িত্বে রয়েছে হাতিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। বৃহস্পতিবার বিকেলে নির্মাণের প্রাথমিক ধাপ হিসেবে প্রায় ১১২ ফুট গভীরতায় সয়েল টেস্ট সম্পন্ন করা হয়।
সয়েল টেস্ট শেষে শ্রমিকরা চলে যাওয়ার পর শুক্রবার বিকেলে হঠাৎ করে ওই গর্ত থেকে গ্যাস বের হতে দেখা যায়। স্থানীয় কয়েকজন আগুন ধরিয়ে দিলে সেখানে আগুন জ্বলে ওঠে। এ দৃশ্য দেখতে ঘটনাস্থলে ভিড় করেন অনেক মানুষ।
স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান বলেন, “আমরা নিজের চোখে আগুন জ্বলতে দেখেছি। এটা সত্যিই গ্যাস কি না, সেটা পরীক্ষা করা দরকার। বিষয়টি নিয়ে সবাই চিন্তিত।”
হাতিয়া উপজেলা প্রকৌশলী এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্যাস নির্গমনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে গর্তটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং দ্রুত বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-কে বিষয়টি জানানো হবে।
এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”
ঘটনাটি প্রাকৃতিক গ্যাসের কোনো উৎস কি না, তা জানতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সংস্থার পরীক্ষার অপেক্ষায় রয়েছে স্থানীয় প্রশাসন।