- ১০ জানুয়ারি, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক। PNN
ইয়েমেনের প্রধান দক্ষিণী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল (STC) সৌদি আরবে আলোচনা শেষে নিজেকে ভাঙার সিদ্ধান্ত নিয়েছে। গোষ্ঠীর সাধারণ সম্পাদক আবদুলরহমান আল-সুবাইহি শুক্রবার ইয়েমেনি টেলিভিশনে জানিয়ে দেন, দক্ষিণের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এবং প্রতিবেশী দেশগুলোর জন্য নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি সৌদি আরবের গ্রহণযোগ্য পদক্ষেপ ও সমস্যার সমাধানের প্রশংসা করেছেন, যা দক্ষিণের জনগণের প্রয়োজন মেটাতে সহায়ক হয়েছে।
তবে সৌদি আরবে আলোচনায় অংশগ্রহণ না করা STC সদস্যদের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্রগুলো বলছে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ প্রকাশিত হওয়ার পর STC-র মধ্যে ভাঙন দেখা দিয়েছে। ডিসেম্বর মাসে STC সৌদি সমর্থিত ইয়েমেনি সেনাদের বিরুদ্ধে অভিযান চালানোর পর এই পরিস্থিতি সৃষ্টি হয়।
গত বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, STC নেতা আইদারুস আল-জুবাইদি সৌদি আলোচনায় উপস্থিত না হয়ে উচ্ছেদ হয়ে সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে গেছেন, এবং UAE-কে তার দেশত্যাগে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।