- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি ও অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। শারদীয় দুর্গোৎসবের সময় সৃজিত ইনস্টাগ্রামে সুস্মিতার সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন, যা গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। এর আগে ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারে একসঙ্গে উপস্থিত ছিলেন তাঁরা।
বিষয়টি নিয়ে মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ অনুষ্ঠানে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে প্রশ্ন করা হলে, মিথিলা বলেন, “এটা তো যারা বলছে, তারা বলছে। আমি কিছুই বলব না।” মিথিলা নিশ্চিত করেছেন, সৃজিত এখনও তার স্বামী এবং পাসপোর্টে তার নামও রয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে সৃজিতকে বিয়ে করেন মিথিলা। পরবর্তীতে মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় স্থায়ী হন। তবে গত দুই বছর ধরে মিথিলা ও মেয়ে ঢাকায় রয়েছেন। মিথিলা জানিয়েছেন, ২০২৪ সালের জুলাইয়ের পর তিনি কলকাতায় যাননি, কারণ “ভিসা নাই।”
এ বছরের আগস্টে মিথিলা ইউনিভার্সিটি অব জেনেভা থেকে আর্লি চাইল্ডহুড এডুকেশন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। মিথিলার সাফল্যে অভিনন্দন জানিয়েছেন সৃজিতও। মিথিলার পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, “অবিশ্বাস্য সাফল্য, অভিনন্দন!”