Sunday, January 11, 2026

মানিকছড়িতে আবাসিক এলাকায় অবৈধ এলপি গ্যাস মজুদ, দুই ডিলারকে জরিমানা


ছবিঃ খাগড়াছড়ির মানিকছড়িতে আবাসিক এলাকায় অবৈধভাবে এলপি গ্যাস সিলিন্ডার মজুদ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। খাগড়াছড়ি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আবাসিক এলাকায় অবৈধভাবে এলপি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার দায়ে দুই গ্যাস ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার একসত্যাপাড়া ও বড়ডলু এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট ডিলাররা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বসতবাড়ির আশপাশে বিপুল সংখ্যক এলপি গ্যাস সিলিন্ডার সংরক্ষণ করে রেখেছেন, যা স্থানীয় বাসিন্দাদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছিল।

ভ্রাম্যমাণ আদালত একসত্যাপাড়া এলাকায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে মিনহা ট্রেডার্সের মালিক মো. মামুনকে ১০ হাজার টাকা এবং বড়ডলু এলাকায় একই অপরাধে মেসার্স হাফিজা ট্রেডার্সের মালিক হাবিবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করে।

আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত ডিলাররা বিস্ফোরক দ্রব্য সংরক্ষণ সংক্রান্ত সরকারি বিধিমালা অনুসরণ না করেই গুদাম পরিচালনা করছিলেন। এ ধরনের অনিয়ম যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আদালত মত দেয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া বলেন, আবাসিক এলাকায় এলপি গ্যাস সিলিন্ডার মজুদ রাখা জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সংশ্লিষ্টদের দ্রুত এসব অবৈধ গুদাম সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ গ্যাস মজুদ ও গুদাম পরিচালনার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন