Sunday, January 11, 2026

দাউদকান্দিতে তিন যানবাহনের সংঘর্ষে আগুন, শিশুসহ নিহত ৪


ছবিঃ কুমিল্লার দাউদকান্দিতে একটি মোটরসাইকেল, অটোরিকশা এবং যাত্রীবাহী বাসের সংঘর্ষে শিশুসহ চারজন নিহত (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কুমিল্লা

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দগ্ধ হয়ে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াপাড়া এলাকায় একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা ও একটি যাত্রীবাহী বাসের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর তিনটি যানবাহনেই আগুন ধরে যায়।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেল ও অটোরিকশাটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে। এতে মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক ফেটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাস ও অটোরিকশায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস, অটোরিকশা ও মোটরসাইকেল উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন