- ১১ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। সৈয়দপুর
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। রাত থেকে দুপুর, কখনো সারাদিনই কুয়াশার চাদরে ঢাকা থাকছে পুরো এলাকা। এতে সৈয়দপুর–ঢাকা মহাসড়কে যান চলাচলে দেখা দিয়েছে মারাত্মক ভোগান্তি। পাশাপাশি শীতকালীন ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই ঘন কুয়াশার কারণে মহাসড়কে চলাচলকারী বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে দেখা গেছে।
ঢাকা থেকে বাসে করে সৈয়দপুরে আসা যাত্রী মনোয়ার ইকবাল জানান, রংপুর পেরোনোর পর থেকেই কুয়াশা ও শীতের প্রকোপ বাড়তে থাকে। গাইবান্ধা অতিক্রম করার পর সামনে ২০ ফুট দূরের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না, যা ছিল বেশ আতঙ্কের।
নাবিল পরিবহণের চালক আতাউর রহমান বলেন, কুয়াশা এতটাই ঘন ছিল যে পাশের গাড়ির হর্ন শোনা গেলেও চোখে পড়ছিল না। দুর্ঘটনা এড়াতে বাধ্য হয়ে খুব ধীরে গাড়ি চালাতে হয়েছে।
ঘন কুয়াশার প্রভাব পড়েছে সৈয়দপুর বিমানবন্দরেও। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে আকাশ থেকে রানওয়ে দেখা না যাওয়ায় বিমান ওঠানামা ব্যাহত হচ্ছে। কুয়াশা কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে প্রচণ্ড শীত ও হিমেল বাতাসে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকেরা। বোতলাগাড়ি ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম জানান, শীতের কারণে বীজতলা, আলু ও মরিচসহ বিভিন্ন শীতকালীন ফসল ক্ষতির মুখে পড়তে পারে। একই আশঙ্কার কথা জানিয়েছেন উপজেলার অন্যান্য ইউনিয়নের কৃষকরাও।
উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভুষন বলেন, শীতের ক্ষতি থেকে ফসল রক্ষায় বীজতলা রাতে পলিথিন দিয়ে ঢেকে রাখা জরুরি। পাশাপাশি ছত্রাকের আক্রমণ ঠেকাতে জমিতে আইল দিয়ে পানি ধরে রেখে সকালে ছেড়ে দেওয়ার পরামর্শ দেন তিনি। ভালো ফলনের জন্য কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় পুষ্টি উপাদান প্রয়োগের কথাও বলেন।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।