- ১১ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-১৫। এ সময় এক যুবককে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি হলেন বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীপাড়ার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ হাকিম (২৩)।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার টেকনাফ থেকে কক্সবাজারগামী মেরিন ড্রাইভ সড়কের পাশের একটি এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)। অভিযানের সময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে একটি পানের বরজের ভেতরে মাটির নিচে পুঁতে রাখা সাদা পলিথিনে মোড়ানো ১০টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ছাড়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।
র্যাব-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ ম ফারুক জানান, উদ্ধারকৃত ইয়াবার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মোহাম্মদ হাকিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। র্যাব জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।