Friday, December 5, 2025

যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো এক বছরের এলপিজি আমদানি চুক্তি ভারতের


ছবিঃ ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হারদীপ সিংপুরি সোমবার ঘোষণা করেছেন, ভারতের সরকারি তেল কোম্পানিগুলো প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে এক বছরের জন্য তরল পেট্রোলিয়াম গ্যাস (LPG) আমদানি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে।

মন্ত্রী সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দিয়ে বলেন, “একটি ঐতিহাসিক মুহূর্ত! বিশ্বের অন্যতম বৃহত্তম এবং দ্রুতবর্ধমান এলপিজি বাজার যুক্তরাষ্ট্রের জন্য খুলল। ভারতের জনগণের জন্য নিরাপদ ও সাশ্রয়ী মূল্যের এলপিজি সরবরাহ নিশ্চিত করতে আমরা উৎস বৈচিত্র্যের পথে এগোচ্ছি। এই গুরুত্বপূর্ণ উদ্যোগে, ভারতীয় পিএসই তেল কোম্পানিগুলো প্রায় ২.২ মিলিয়ন টন প্রতি বছর (MTPA) এলপিজি আমদানির এক বছরের চুক্তি সম্পন্ন করেছে।”

পুরি আরও বলেন, এই চুক্তি ভারতের এলপিজি বাজারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ২০২৬ সালের জন্য চুক্তি অনুযায়ী আমদানি পরিমাণ প্রায় ভারতের বার্ষিক এলপিজি আমদানি পরিমাণের দেড়েক দশমিক ১০ শতাংশ হবে এবং এটি যুক্তরাষ্ট্রের গালফ কোস্ট থেকে সরবরাহ করা হবে।

মন্ত্রী জানান, এই চুক্তি হল ভারতীয় বাজারের জন্য যুক্তরাষ্ট্রের এলপিজির প্রথম দীর্ঘমেয়াদি কাঠামোগত চুক্তি। ক্রয় মূল্য মাউন্ট বেলভিউ আন্তর্জাতিক এলপিজি বাণিজ্যের মূল নির্ধারণমূল্য অনুসারে নির্ধারিত হয়েছে।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)-এর প্রতিনিধিরা গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের বড় প্রযোজকদের সঙ্গে আলোচনা করেছেন এবং চুক্তি সফলভাবে সম্পন্ন হয়েছে।

মন্ত্রী আরও উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র নেতৃত্বে সরকার প্রধানমন্ত্রী উদ্যোল্লা যোজনা (PMUY)-এর মাধ্যমে বিশেষভাবে মহিলাদের জন্য এলপিজি সাশ্রয়ী রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত বছর যখন আন্তর্জাতিক এলপিজি মূল্য ৬০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল, তখনও উদ্যোল্লা গ্রাহকরা কেবল ৫০০-৫৫০ টাকা প্রতি সিলিন্ডার দামে এলপিজি পান, যেখানে প্রকৃত খরচ ছিল ১,১০০ টাকার বেশি।

এছাড়া, আন্তর্জাতিক বাজারের দাম বৃদ্ধি থেকে গ্রাহকদের সুরক্ষিত রাখতে ভারতের সরকার ওই বছরে ৪০,০০০ কোটি টাকার বেশি ব্যয় স্বীকার করেছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন