- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্ট: PNN
এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশ ‘এ’ দল টানা দ্বিতীয় জয় নিশ্চিত করেছে। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে সহজে হারানোর পর, দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে ৮ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ।
আফগানিস্তান আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে ৭৮ রানে অলআউট হয়। জবাবে খেলতে নেমে বাংলাদেশের ব্যাটাররা সাবলীল খেলে মাত্র ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটে লক্ষ্য পূরণ করে।
ব্যাটিংয়ে এদিন হাবিবুর রহমান সোহান ছিলেন অসহায়। ১৩ বলে ১০ রান করে তিনি আউট হন। জিসান ফেরেন ১৬ বলে ১০ রান করে। এরপর জাওয়াদ আবরার এবং মাহিদুল ইসলাম অঙ্কন জুটি বাঁধেন। দুজনের অবিচ্ছিন্ন ব্যাটিংয়ে বাংলাদেশের ইনিংস এগিয়ে যায়।
শেষ পর্যন্ত জাওয়াদ আবরার ২২ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। অঙ্কনও অপরাজিত ছিলেন ৩০ বলে ২৭ রানের ইনিংস খেলে। দুজনের জুটিতে সহজে লক্ষ্য পূরণ করে বাংলাদেশ ‘এ’ দল।
বোলিংয়ে রকিবুল ও রিপন তিনটি করে উইকেট নেন। আফগানিস্তানের শুরু থেকেই ব্যাটিংয়ে ধুঁক দেখা দেয়। তৃতীয় বলেই রিপন ইমরানকে ফেরান, পরবর্তী ওভারে আরও দুই উইকেট শিকার করেন তিনি। আফগানদের মিডল অর্ডার ব্যাটাররা যথেষ্ট রান যোগ করতে পারেননি। শেষ দিকে কায়েস আহমেদ ১২ রান করেন।
এই জয়ের মাধ্যমে বাংলাদেশ ‘এ’ দল এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে এবং গ্রুপ লিড ধরে রাখতে সক্ষম হয়েছে।