Friday, December 5, 2025

যবিপ্রবি উপাচার্যের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাকড, টাকা চাচ্ছে দুর্বৃত্তরা


ছবিঃ যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | যশোর :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাকড হয়েছে। তার আইডি থেকে অনেকের কাছে মেসেজ পাঠিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে একটি দুর্বৃত্ত চক্র।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে হ্যাকড আইডি থেকে মেসেজ পাঠানো শুরু হয়। বার্তায় বলা হচ্ছে, “আমার বিকাশে এখন ৩০ হাজার টাকা লাগবে, দেওয়া যাবে? আমি কালকে ফেরত দিয়ে দেব।”

এই ঘটনা সম্পর্কে নিশ্চিত করে উপাচার্য ড. মো. আব্দুল মজিদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, “আমার হোয়াটসঅ্যাপ আইডি হ্যাকড হয়েছে। অনুরোধ করছি, কেউ আমার নামে কোনো টাকা লেনদেন করবেন না।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং সংশ্লিষ্টরা আইডি ব্যবহার করে কোনো লেনদেন করলে তা প্রতারণা হিসেবে গণ্য হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন