Monday, January 19, 2026

ভ্যাটের সব অনলাইন সেবা এখন ই-ভ্যাট সিস্টেমে


ফাইল ছবিঃ এনবিআর (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ভ্যাট সংক্রান্ত সব ধরনের অনলাইন কার্যক্রম এখন থেকে ‘ই-ভ্যাট সিস্টেম’ নামে পরিচালিত হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, আগে ব্যবহৃত আইভাস (iVAS) সিস্টেমের নাম পরিবর্তন করে নতুনভাবে এই প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, আইবাস প্লাস (iBAS++) ও আইভাস নামের উচ্চারণগত সাদৃশ্যের কারণে দীর্ঘদিন ধরে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। সেই বিভ্রান্তি দূর করতেই আইভাস সিস্টেমের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনবিআর স্পষ্ট করেছে, নাম পরিবর্তন হলেও সিস্টেমের কার্যক্রমে কোনো পরিবর্তন আসেনি। পূর্বের আইভাস সিস্টেমে যেসব সেবা পাওয়া যেত, সেগুলোই এখন ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে চালু থাকবে।

এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসায়ীরা অনলাইনে ভ্যাট নিবন্ধন, মূসক রিটার্ন দাখিল, ই-চালান ও ই-পেমেন্টের মাধ্যমে লেনদেন করতে পারবেন। পাশাপাশি উৎপাদন সহগ সংক্রান্ত মূসক-৪.৩ ফরম দাখিল এবং পিকেআই সফটওয়্যারভিত্তিক অ্যাপসের মাধ্যমে তাৎক্ষণিক ভ্যাট আদায় কার্যক্রমও পরিচালনা করা যাবে।

এনবিআর আরও জানিয়েছে, ভ্যাট ব্যবস্থাপনাকে সহজ ও ব্যবহারবান্ধব করতে ই-ভ্যাট সিস্টেমকে আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। ভবিষ্যতে এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভ্যাট প্রশাসন আরও স্বচ্ছ, দক্ষ ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন