Monday, January 19, 2026

খেজুরের দাম নিয়ন্ত্রণে এনবিআর’র পদক্ষেপ, শুল্ক কমলো ৪০%


ছবিঃ খেজুর (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে খেজুরের বাজার স্থিতিশীল রাখতে আমদানিতে শুল্ক উল্লেখযোগ্য হারে কমিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, খেজুর আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ৪০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, রমজান মাসে খেজুরের চাহিদা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং দাম সাধারণ ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে রাখা।

প্রজ্ঞাপন অনুযায়ী, খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই সুবিধা আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

এ ছাড়া আগের বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধান সংশোধন করে খেজুরসহ সব ধরনের ফল আমদানিতে অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়। খেজুর ও অন্যান্য ফল আমদানিতে অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় গত বছর দেওয়া হয়েছিল, সেটিও চলতি অর্থবছরে বহাল রাখা হয়েছে।

এনবিআরের মতে, আমদানি শুল্ক ও অগ্রিম আয়করে এই ছাড়ের ফলে রমজান মাসে খেজুরের পর্যাপ্ত সরবরাহ বজায় থাকবে এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে থাকবে। এতে সাধারণ ভোক্তারা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন