- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
২০২৫–২৬ মৌসুমের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০) টুর্নামেন্টের লিগ পর্ব শেষের দিকে এসে প্লে-অফের লড়াই জমে উঠেছে। ছয় দলের প্রতিযোগিতায় সবার আগে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে ডেজার্ট ভাইপার্স। তাদের পথ অনুসরণ করে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে উঠেছে সাকিব আল হাসানের এমআই এমিরেটস।
গতকাল গালফ জায়ান্টসকে ২ উইকেটে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় এমআই এমিরেটস। গালফ জায়ান্টস আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৪১ রান। জবাবে নিকোলাস পুরান ও মোহাম্মদ ওয়াসিমের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৬.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় এমআই এমিরেটস। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে আসে ১৪০ রান। ৪২ বলে ৫৯ রান করা ওয়াসিম ম্যাচসেরার পুরস্কার পান। সাকিব আল হাসান এ ম্যাচে ২ ওভার বল করে ১০ রান দিলেও উইকেটের দেখা পাননি।
অন্যদিকে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত আরেক ম্যাচে তাসকিন আহমেদের শারজা ওয়ারিয়র্স ৪ উইকেটে হারিয়েছে আবুধাবি নাইট রাইডার্সকে। ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ পর্যন্ত কিছুটা চাপেই পড়তে হয় শারজাকে। এই জয়ে ৮ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। একই পয়েন্ট গালফ জায়ান্টস ও আবুধাবি নাইট রাইডার্সেরও থাকলেও নেট রানরেটের কারণে তালিকার নিচে অবস্থান করছে শারজা ওয়ারিয়র্স।
পয়েন্ট তালিকায় বর্তমানে ডেজার্ট ভাইপার্স ৯ ম্যাচে ৭ জয় ও ২ হারে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। এমআই এমিরেটস সমান ম্যাচে ৭ জয়ে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। মোস্তাফিজুর রহমানের দুবাই ক্যাপিটালস ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। চার থেকে ছয় নম্বর পর্যন্ত গালফ জায়ান্টস, আবুধাবি নাইট রাইডার্স ও শারজা ওয়ারিয়র্স—তিন দলই রয়েছে ৬ পয়েন্টে।
প্লে-অফে ওঠার লড়াইয়ে শারজা ওয়ারিয়র্সের সামনে এখন কঠিন সমীকরণ। আজ বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুবাই ক্যাপিটালসের মুখোমুখি হবে তারা। এই ম্যাচে হারলে শারজার বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। জিতলে কিছুটা আশা টিকে থাকবে, তবে শেষ ম্যাচে শীর্ষে থাকা ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে জয় ছাড়া তাদের প্লে-অফ নিশ্চিত হওয়ার কোনো পথ নেই।