Monday, January 19, 2026

অ্যাশেজ হারের রেশ কাটতে না কাটতেই বেন ডাকেটকে ঘিরে বিতর্ক


ছবিঃ মাতাল হয়ে পথ খুঁজে পাচ্ছেন না ইংলিশ ক্রিকেটার, ভিডিও ভাইরাল। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

অ্যাশেজ সিরিজে টানা পরাজয়ের ধাক্কা সামলাতে না সামলাতেই নতুন বিতর্কে জড়িয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। ইংলিশ ব্যাটার বেন ডাকেটকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। ভিডিওতে তাকে অতিরিক্ত মদ্যপ অবস্থায় দেখা গেছে বলে দাবি করা হচ্ছে, যদিও বিষয়টির সত্যতা এখনও নিশ্চিত করেনি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওটি তৃতীয় টেস্টের আগের বলে জানা গেছে। ভিডিওতে শোনা যায়, একাধিক ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময় ডাকেট নিজের থাকার জায়গার ঠিকানা জানাতে পারছেন না। এ সময় উপস্থিত একজন ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তাকে নেট অনুশীলনে যাওয়ার জন্য উবার ডাকার কথাও বলেন।

ভিডিওটি প্রকাশের কয়েক ঘণ্টা আগেই ইংল্যান্ড দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি দলটির সাম্প্রতিক সানশাইন কোস্ট সফর নিয়ে খতিয়ে দেখার ঘোষণা দেন। চার দিনের ওই সফরটিকে ইসিবি আনুষ্ঠানিক ছুটি হিসেবে গণ্য করেনি। জানা গেছে, এক বছর আগে দলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম এই সফরের পরিকল্পনা করেছিলেন খেলোয়াড়দের মানসিকভাবে চাঙা করার উদ্দেশ্যে। সফরকালে কোনো অনুশীলন সূচিও রাখা হয়নি।

তবে সফরের পর অ্যাডিলেড টেস্টে তুলনামূলক ভালো লড়াই করলেও ইংল্যান্ড শেষ পর্যন্ত ৮২ রানে হেরে যায়। এর ফলে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে মাত্র ১১ দিনের মধ্যেই অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।

মেলবোর্নে শুরু হতে যাওয়া চতুর্থ টেস্টের আগে রব কি জানান, পুরো বিষয়টি পর্যালোচনা করা হবে। তবে তার দাবি, সফরকালে খেলোয়াড়দের আচরণ সামগ্রিকভাবে শৃঙ্খলাপূর্ণই ছিল।

দলের গুরুত্বপূর্ণ ব্যাটারদের একজন হলেও চলতি অ্যাশেজে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বেন ডাকেট। তিনটি টেস্টে তার সংগ্রহ মাত্র ৯৭ রান, গড় ১৬.১৬। এখন পর্যন্ত তার সর্বোচ্চ ইনিংস ২৯ রান।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন