- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
ভারত চাল রপ্তানিতে নতুন শর্ত আরোপ করলেও বাংলাদেশের বাজারে এর কোনো প্রভাব পড়েনি। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দেশে পর্যাপ্ত চাল মজুত রয়েছে এবং আন্তর্জাতিক বাজারে চালের দামও কমেছে।
গত ২৪ সেপ্টেম্বর ভারতের এপিইডিএ ঘোষণা করে, বাসমতী ছাড়া অন্য চাল রপ্তানিতে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। তবে বাংলাদেশ মূলত নন-বাসমতী চাল আমদানি করে এবং আমদানিকারকরা ইতিমধ্যে প্রয়োজনীয় নিবন্ধন সম্পন্ন করেছেন।
খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে আমদানি লক্ষ্য ৯.৫ লাখ টন, যার মধ্যে ৯৭ হাজার মেট্রিক টন আতপ চাল। ইতিমধ্যে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি অনুমোদিত হয়েছে এবং এ মাসের ১৫ তারিখে আরও ৫০ হাজার মেট্রিক টন আমদানি দরপত্র উন্মুক্ত হবে।
দেশের বাজারে চালের দামও স্থিতিশীল রয়েছে। ঢাকার বিভিন্ন বাজারে মোটা চাল ৬০–৬৫ টাকা এবং সরু চাল ৭৫–৮০ টাকায় বিক্রি হচ্ছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী, দামও পূর্বের তুলনায় অনেকটা স্থিতিশীল।