Friday, December 5, 2025

আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলো সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি


প্রতীকী ছবিঃ সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

দেশের সর্ববৃহৎ সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বাংলাদেশ ব্যাংক সোমবার (১ ডিসেম্বর) চূড়ান্ত অনুমোদন ও লাইসেন্স ইস্যু করার পর মঙ্গলবার থেকে ব্যাংকটির কার্যক্রম শুরু হয়। ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

দায়িত্ব নেওয়ার পর ড. মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, সরকারি মালিকানায় একটি ইসলামী ব্যাংক চালু হওয়া জাতির জন্য সুসংবাদ। ব্যাংককে শক্ত ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে ইতোমধ্যে একটি কারিগরি টিম কাজ করছে। আমাদের প্রধান লক্ষ্য হবে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা। সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের জনগণের কাছে আস্থার প্রতীক হয়ে উঠবে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত নতুন এই ব্যাংক দেশের ইসলামি ব্যাংকিং খাতে অস্থিরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী সপ্তাহ থেকে দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়ার কাজ শুরু হবে। এছাড়া উচ্চ অঙ্কের আমানত ফেরতের জন্য একটি রোডম্যাপ প্রস্তুত করা হচ্ছে।

ব্যাংকের প্রধান কার্যালয় ইতোমধ্যে মতিঝিলের সেনাকল্যাণ ভবনে চালু হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৃহস্পতিবার গভর্নর আহসান এইচ মনসুর নতুন ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

এর আগে, গত রোববার বাংলাদেশ ব্যাংকের বিশেষ বোর্ড সভায় সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে নতুন ব্যাংক গঠনের সিদ্ধান্ত হয়। সোমবার কেন্দ্রীয় ব্যাংক আনুষ্ঠানিকভাবে নতুন ব্যাংকের লাইসেন্স হস্তান্তর করে।

‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি টাকা, আর বাকি ১৫ হাজার কোটি আসবে আমানতকারীদের শেয়ার থেকে। অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন