- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। নরসিংদী
নরসিংদীতে আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৬টায় পুনরায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী এবং এর মাত্রা ছিল ৪.১ রিখটার স্কেলে। তবে বড় ধরনের কোনো ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।
এটি গত ১৩ দিনের মধ্যে নরসিংদীতে পঞ্চমবারের মতো ভূমিকম্প হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ব্যাপকভাবে বেড়েছে। গত মাসের ২১ তারিখের ভূমিকম্পে নরসিংদীতে পাঁচজন নিহত হয়েছিলেন এবং শতাধিক মানুষ আহত হয়েছিলেন। সেই সঙ্গে সরকারি-বেসরকারি শতাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালেই ঘুমের মধ্যে হঠাৎ ঘরের আসবাবপত্রসহ সবকিছু কেঁপে উঠতে শুরু করে। আতঙ্কে বাড়ির বাইরে বের হওয়া ছাড়া উপায় ছিল না। এক বাসিন্দা বলেন, “পরপর কয়েকবার কেঁপে উঠার পরই বুঝলাম, আবার ভূমিকম্প হয়েছে। আমরা সবাই খুব ভয় পেয়েছি।”
অন্য একজন বাসিন্দা শুভ্রজিত বলেন, “এইভাবে পরপর ভূমিকম্প হলে আমরা ট্রমাটাইজড হয়ে যাচ্ছি। এখন বুঝতে পারছি না, পরবর্তী সময়ে কী ঘটবে।”
নরসিংদীসহ আশেপাশের এলাকায় ভূমিকম্পের প্রভাব নিয়ে স্থানীয়রা সতর্ক, তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে কোনো তথ্য পাওয়া যায়নি।