Friday, December 5, 2025

নরসিংদীতে দুই বোনের এক বছরের কারাবাস ঘরের ভেতরই: পথ বন্ধ করে রেখেছে আপন ভাই


ছবিঃ রাস্তা না থাকায় বড় বোন তাছলিমা মই ব্যবহার করে ঘরে যাওয়া আসা করেন। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নরসিংদী

নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের কারণে দুই বোন এক বছর ধরে ঘরবন্দী জীবনযাপন করছেন। এদের মধ্যে ৩৫ বছর বয়সী কামরুন্নাহার বেগম প্রতিবন্ধী, আর তার বড় বোন তাছলিমা বেগম ৫২ বছর বয়সী।

স্থানীয়রা জানান, দুই বোনের আপন ভাই কামরুজ্জামান কামাল তাদের বাড়ির প্রবেশপথ বন্ধ করে দিয়েছেন। ফলে তারা কার্যত নিজেদের ঘরে বন্দী। প্রতিবন্ধী কামরুন্নাহার এক বছর ধরে ঘরের বাইরে বের হতে পারেননি, আর তাছলিমা মোনৈ বা মই ব্যবহার করে আংশিকভাবে ঘরে ঢোকা-বার্তা করছেন।

তাছলিমা বেগম জানান, “মা-বাবা মারা যাওয়ার পর থেকেই ভাই আমাদের সম্পত্তির দিকে নজর দেয়। প্রায় এক বছর আগে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। এরপর থেকে আমাদের জীবন একেবারেই কঠিন হয়ে গেছে। ছোট বোন একেবারেই ঘরের বাইরে যেতে পারছে না।”

প্রতিবন্ধী কামরুন্নাহার বেগম বলেন, “জন্মের এক বছর পর পোলিওতে আক্রান্ত হয়ে অঙ্গ-প্রতিবন্ধী হয়েছি। তবুও স্বাভাবিকভাবে জীবন চালাতে চাই, কিন্তু ভাই সেই পথ বন্ধ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে বাঁচার চেয়ে মরাই ভালো মনে হচ্ছে।”

ভাই কামরুজ্জামান কামালের সঙ্গে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। স্থানীয়দের অভিযোগ, যারা সাহায্যের চেষ্টা করেছেন তাদেরকেও তিনি হুমকি দিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য গাজী মাজহারুল ইসলাম পলাশ বলেন, “ঘটনাটি অত্যন্ত অমানবিক। চেয়ারম্যানসহ আমরা কয়েকবার মীমাংসার চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। সমস্যার সমাধান প্রশাসনের মাধ্যমে ছাড়া সম্ভব হবে না।”

এ ঘটনায় দুই বোনের ঘরবন্দী জীবন ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। প্রশাসন ও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন