Friday, December 5, 2025

নবায়নযোগ্য শক্তিতে প্রতিযোগিতা ধরে রাখতে এমপিপি জরুরি: আইএফসিসহ বিশেষজ্ঞদের মত


ছবিঃ নবায়নযোগ্য বিদ্যুৎ (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বেসরকারি পর্যায়ে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন ও সরাসরি গ্রাহকের কাছে বিক্রির জন্য সরকার সম্প্রতি মার্চেন্ট পাওয়ার পলিসি (এমপিপি) অনুমোদন করেছে। এই নীতি অনুযায়ী, বিনিয়োগকারীরা নিজ উদ্যোগে নবায়নযোগ্য শক্তি উৎপাদন করতে পারবেন এবং গ্রাহকরা সরাসরি এসব কোম্পানি থেকে বিদ্যুৎ কিনতে পারবেন।

তবে নীতি বাস্তবায়নের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছেঃ হুইলিং চার্জ, গ্রিড লস হিসাব, বিতর্ক নিষ্পত্তি প্রক্রিয়া ও প্রণোদনা সংক্রান্ত বিষয়গুলো এখনও চূড়ান্ত করা হয়নি।

আজ রাজধানীর বনানীর শেরাটন হোটেলে নর্ডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই) বাংলাদেশ এবং নরওয়ের দূতাবাস যৌথভাবে আয়োজিত আলোচনায় এসব বিষয় উঠে আসে। সভায় বক্তারা জানান, এমপিপি কার্যকর হলে গ্রাহকরা সরকারের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি (PPA) ছাড়াই সরাসরি বেসরকারি কোম্পানি থেকে বিদ্যুৎ কিনতে পারবেন।

নর্ডিক চেম্বারের সভাপতি তানভীর মোহাম্মদ বলেন, "এমপিপি কাঠামো বাংলাদেশের নবায়নযোগ্য বিদ্যুৎ রূপান্তরের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। এটি দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।"

নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন বলেন, "বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের পথে রয়েছে। এমপিপি কেবল পরিবেশের জন্য নয়, টেকসই অর্থনৈতিক রূপান্তরের জন্যও গুরুত্বপূর্ণ।"

আলোচনায় অংশ নেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম, গ্রামীণফোনের প্রধান ইএসজি কর্মকর্তা ফারহানা ইসলাম, এইচঅ্যান্ডএমের পাবলিক অ্যাফেয়ার্স ম্যানেজার শায়ান শাফি, আইএফসির অপারেশন অফিসার সায়েফ তানজীম কায়িউম ও প্যারামাউন্ট সোলারের উপমহাব্যবস্থাপক মো. মাসুদ রানা।

ফারহানা ইসলাম বলেন, "নবায়নযোগ্য বিদ্যুতের সরাসরি ক্রয়ের সুযোগ থাকলে গ্রামীণফোনের ২০৩০ সালের কার্বন ফুটপ্রিন্ট কমানোর লক্ষ্য সহজ হবে। তবে হুইলিং চার্জ, গ্রিড লসসহ স্পষ্ট নির্দেশনা প্রয়োজন।"

শায়ান শাফি জানান, "নবায়নযোগ্য বিদ্যুতের সহজলভ্যতা বাংলাদেশের তৈরি পোশাক খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করবে। এমপিপি কাঠামোর মাধ্যমে এ সুযোগ আরও বাড়বে।"

আইএফসির সায়েফ তানজীম কায়িউম বলেন, "ভারতে নবায়নযোগ্য বিদ্যুতের দাম কম হওয়ায় সেখানে ব্র্যান্ডগুলো sourcing বাড়াচ্ছে। বাংলাদেশকে প্রতিযোগিতামূলক অবস্থানে রাখতে এমপিপি গুরুত্বপূর্ণ।"

প্যারামাউন্ট সোলারের মো. মাসুদ রানা বলেন, "এমপিপি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নতুন ধারণা। চ্যালেঞ্জ থাকলেও তা মোকাবেলা করলে প্রকল্প সফল হবে।"

বিপিডিবি চেয়ারম্যান রেজাউল করিম বলেন, "বিনিয়োগকারীদের বড় গ্রাহক খুঁজে বের করাই মূল চ্যালেঞ্জ। উৎপাদিত বিদ্যুতের ২০ শতাংশ বিপিডিবি-কে দেওয়ার ব্যবস্থাও নীতিতে রয়েছে। হুইলিং চার্জ কোনো বড় বাধা নয়, ভবিষ্যতে সামান্য পরিবর্তন হলেও প্রভাব কম।"

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন