Monday, January 19, 2026

ভারত থেকে ২১৪ কোটি টাকায় ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে বাংলাদেশ


ছবিঃ বাংলাদেশ সরকারের লোগো ও চাল (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

সরকার ভারত থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন চাল কিনবে। এতে মোট ব্যয় হবে প্রায় ২১৪ কোটি ৭০ লাখ টাকা। সোমবার (১৫ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড থেকে প্যাকেজ-৮ এর আওতায় ৫০ হাজার মেট্রিক নন বাসমতি সিদ্ধ চাল কেনা হবে। প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৩৫১.১১ মার্কিন ডলার।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এই আমদানি অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে কয়েক দফায় সরকার ভারত ও সিঙ্গাপুর থেকে চাল আমদানের অনুমোদন দিয়েছিল।

সভায় চালের পাশাপাশি এলএনজি ও সার আমদানের বিষয়েও অনুমোদন প্রদান করা হয়েছে। বৈঠকে বলা হয়েছে, দেশের খাদ্য নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থা মজবুত রাখতে এ ধরনের আমদানির প্রয়োজনীয়তা রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন