Monday, January 19, 2026

তেজগাঁও কলেজে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, ফার্মগেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন


ছবিঃ বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

তেজগাঁও কলেজ ছাত্রাবাসে সংঘর্ষে আহত হয়ে শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে নেমেছেন কলেজটির শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফার্মগেট ও কলেজসংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, তেজগাঁও কলেজের প্রধান ফটক, ফার্মগেটমুখী সড়ক ও আশপাশের অলিগলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সম্ভাব্য যানজট ও বিশৃঙ্খলা এড়াতে পুলিশের টহলও জোরদার করা হয়েছে। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে জড়ো হয়ে সাকিব হত্যার বিচার দাবি করে স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। অথচ সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের স্পষ্টভাবে দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি। শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করে দাবি জানাবেন, যাতে তিনি আসামিদের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি, এমনকি সড়ক অবরোধের ঘোষণাও দেন শিক্ষার্থীরা।

এর আগে গত শনিবার (৬ ডিসেম্বর) রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে একাধিক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাকিবুল হাসান রানাসহ তিনজন গুরুতর আহত হন। আহতদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সাকিবুল হাসান রানার মৃত্যু হয়।

অন্য আহতরা হলেন মানবিক বিভাগের শিক্ষার্থী হৃদয় আহমেদ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত। জান্নাত ছাত্রদলের একটি প্রভাবশালী পক্ষের সহযোগিতায় ছাত্রাবাসে থাকতেন বলে অভিযোগ উঠেছে।

হল–সংলগ্ন শিক্ষার্থীদের অভিযোগ, তরুণ–সেলিম গ্রুপের সক্রিয় সদস্য মোমেন পালোয়ান আগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি একটি প্রভাবশালী গ্রুপের ছত্রচ্ছায়ায় ছাত্রাবাস ও ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করছেন। তাঁর বিরুদ্ধে মাদক সেবন, বহিরাগতদের আশ্রয় দেওয়া এবং নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তুলেছেন শিক্ষার্থীরা।

এ ঘটনায় দ্রুত দোষীদের গ্রেপ্তার ও ছাত্রাবাসে নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন