- ১০ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন উত্তরবঙ্গ সফরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কোনো সুযোগ নেই। তিনি দাবি করেন, সফরটি রাজনৈতিক প্রচারণার সঙ্গে সংশ্লিষ্ট নয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ জানান, নির্বাচনী প্রচার শুরু হওয়ার আগেই চার দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান। দলীয় সূত্র অনুযায়ী, এই সফরটি সম্পূর্ণভাবে ব্যক্তিগত, ধর্মীয়, সামাজিক ও মানবিক সাক্ষাৎনির্ভর। সফরসূচি অনুযায়ী, আগামী ১১ জানুয়ারি সকালে তিনি ঢাকা থেকে যাত্রা শুরু করবেন এবং ১৪ জানুয়ারি ঢাকায় ফিরবেন।
সফরকে ঘিরে সম্ভাব্য জনসমাগম বা আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা আছে কি না—এমন প্রশ্নের উত্তরে সালাহউদ্দিন আহমদ বলেন, এই সফরকে তারা ভিন্ন দৃষ্টিতে দেখছেন। তাঁর ভাষায়, ২০২৪ সালের ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো একটি জাতীয় দায়িত্ব। দীর্ঘদিন ধরেই তারেক রহমান শহীদদের কবর জিয়ারত করতে চেয়েছিলেন, তবে বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, শহীদদের কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ—এসব কাজ জাতির প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ ধরনের মানবিক কর্মসূচিকে রাজনৈতিকভাবে বিতর্কিত না করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
দলীয় শৃঙ্খলা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন বা জোটগত সমঝোতার বাইরে অবস্থান নিয়েছেন, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি যাঁরা ক্ষোভ বা হতাশা থেকে এমন অবস্থান নিয়েছেন, তাঁদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।
তিনি বলেন, বড় রাজনৈতিক দলে আসন সমঝোতা ও জোটগত রাজনীতির কারণে অনেক যোগ্য প্রার্থী মনোনয়ন থেকে বঞ্চিত হন, যা থেকে কিছুটা অসন্তোষ তৈরি হয়। তবে এসব বিষয় আলোচনার মাধ্যমে মীমাংসা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে রাজনৈতিক দলগুলো সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে মোটামুটি একমত অবস্থানে এসেছে। যেসব অভিযোগ রয়েছে, সেগুলো নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করা হচ্ছে এবং কমিশন ও সরকার যৌথভাবে সমাধানের চেষ্টা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।