- ১০ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার অনুষ্ঠিত এই নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২১টি পদের মধ্যে ১৬টিতেই বিজয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা।
নির্বাচনে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহসাধারণ সম্পাদক (এজিএস), আটটি সম্পাদকীয় পদ ও পাঁচটি কার্যনির্বাহী সদস্য পদে জয় পায় ‘অদম্য জবিয়ান ঐক্য’। অপরদিকে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল চারটি পদে জয় অর্জন করে।
গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ফলাফল অনুযায়ী, ভিপি পদে ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রিয়াজুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। জিএস পদে ৫ হাজার ৪৭৫ ভোট পেয়ে জয়ী হন আবদুল আলীম আরিফ। এজিএস পদে বিজয়ী হয়েছেন মাসুদ রানা, তিনি পেয়েছেন ৫ হাজার ২০ ভোট।
এ ছাড়া মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে মো. নুরনবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইব্রাহীম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মোছা. সুখীমন খাতুন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নুর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক পদে হাবীব মোহাম্মদ ফারুক, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে নওশীন নাওয়ার, ক্রীড়া সম্পাদক পদে জর্জিস আনোয়ার নাইম এবং সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান বিজয়ী হয়েছেন।
অন্যদিকে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল থেকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম মিয়া, পরিবহন সম্পাদক পদে মাহিদ হোসেন এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে মো. রিয়াসাল রাকিব জয় লাভ করেন।
কার্যনির্বাহী সদস্যের সাতটি পদের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে শিবির–সমর্থিত প্যানেল। এ পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন ফাতেমা আক্তার অওরিন। বাকি দুটি পদে একজন ছাত্রদল–সমর্থিত প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ওএমআর পদ্ধতিতে ভোট গণনা শুরু হলেও কারিগরি জটিলতার কারণে একাধিকবার গণনা স্থগিত রাখতে হয়। হাতে গোনা ও যন্ত্রে পুনরায় যাচাই শেষে বৃহস্পতিবার ভোরে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছর পর অনুষ্ঠিত প্রথম জকসু নির্বাচনে এই ফলাফলকে ক্যাম্পাস রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।