Monday, January 19, 2026

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দর এলাকায় পোশাক কারখানায় ছুটির পরামর্শ বিজিএমইএ এর


প্রতীকী ছবিঃ বিজিএমইএর লোগো (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘদিন পর দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় জনসমাগম বাড়তে পারে এমন আশঙ্কায় কিছু তৈরি পোশাক কারখানায় ছুটি দেওয়ার পরামর্শ দিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে তারেক রহমানের। এ উপলক্ষে সোমবার বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে বিমানবন্দরের আশপাশের নির্দিষ্ট কিছু এলাকার রপ্তানিমুখী পোশাক কারখানার মালিকদের ওই দিন কারখানা বন্ধ রাখার বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দর ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি হতে পারে। এতে শ্রমিকদের যাতায়াত এবং আমদানি-রপ্তানির মালামাল পরিবহনে বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

যেসব এলাকার কারখানাগুলোর বিষয়ে এই পরামর্শ দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে উত্তরা (পূর্ব ও পশ্চিম অংশ), উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, আব্দুল্লাহপুর, তুরাগ, টঙ্গী, পুবাইল, রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ এলাকা এবং আশুলিয়ার পূর্বাংশ।

বিজিএমইএ কর্তৃপক্ষ কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে বৃহস্পতিবারের পরিবর্তে অন্য কোনো দিনে কাজ করিয়ে ওই দিন ছুটি দেওয়া যায় কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে।

এ ছাড়া জরুরি আমদানি ও রপ্তানি কার্যক্রমে ব্যবহৃত কাভার্ড ভ্যান চলাচলের ক্ষেত্রেও বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে, যতক্ষণ না পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিজিএমইএ বলছে, শ্রমিকদের নিরাপত্তা ও শিল্পকারখানার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে পরিস্থিতি অনুযায়ী সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়াই এ পরামর্শের মূল উদ্দেশ্য।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন