- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে (আইএলটি২০) বল হাতে দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। সোমবার (২২ ডিসেম্বর) আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে নিজের ধারাবাহিকতা আরও একবার প্রমাণ করেন তিনি। চলতি আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচে তাসকিনের উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৮-এ।
তাসকিনের কার্যকর বোলিংয়ের ম্যাচে চার উইকেটের রুদ্ধশ্বাস জয় পায় শারজা ওয়ারিয়ার্স। ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ বল পর্যন্ত গড়ানো লড়াইয়ে জয় নিশ্চিত করে দলটি।
ম্যাচের শুরুতেই প্রতিপক্ষ শিবিরে আঘাত হানেন তাসকিন। ইনিংসের প্রথম ওভারেই ইংল্যান্ডের তারকা ওপেনার ফিল সল্টকে ফেরান তিনি। নিজের পরের ওভারেও উইকেট তুলে নেন এই ডানহাতি পেসার, এবার শিকার হন আরেক ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস।
শারজার অধিনায়ক সিকান্দার রাজা পাওয়ার প্লের মধ্যেই তাসকিনকে দিয়ে টানা তিন ওভার করান। ওই সময় তিনি মাত্র ১৬ রান খরচায় দুটি উইকেট তুলে নেন, যা ম্যাচে দলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখে।
তবে ইনিংসের শেষদিকে কিছুটা চড়াও হন নাইট রাইডার্সের ব্যাটাররা। ১৯তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে ২৫ রান দেন তাসকিন। ওই ওভারে আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডার দুটি করে মোট চারটি ছক্কা হাঁকান। সব মিলিয়ে তাসকিন ৪ ওভারে ৪১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন।
শেষ পর্যন্ত তার প্রাথমিক আঘাতই ম্যাচে পার্থক্য গড়ে দেয়, আর শারজা ওয়ারিয়ার্স পায় টুর্নামেন্টের একটি গুরুত্বপূর্ণ জয়।