Monday, January 19, 2026

প্রকৃতি, শান্তি ও গোপনীয়তার খোঁজে সৌদিতে ভিলা কিনলেন রোনালদো


ফাইল ছবিঃ রোনালদো ও তার স্ত্রি (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের লোহিত সাগর অঞ্চলে দুটি বিলাসবহুল ভিলা কিনেছেন। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে ‘রেড সি রেসিডেন্স’ নামের এক অভিজাত আবাসিক কমিউনিটিতে যুক্ত হয়েছেন।

রেড সি ইন্টারন্যাশনাল প্রকল্পের আওতায় নির্মিত এই ভিলাগুলো একটি ব্যক্তিগত দ্বীপে অবস্থিত। মূল ভূখণ্ড থেকে দ্বীপটির দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। সেখানে যাতায়াতের জন্য নৌকা কিংবা সি-প্লেনই একমাত্র মাধ্যম, যা এলাকাটিকে আরও নিরিবিলি ও বিশেষ করে তুলেছে।

রোনালদো জানান, প্রথমবার দ্বীপটি পরিদর্শনের সময়ই তিনি ও জর্জিনা এর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন। শান্ত পরিবেশ, নীল সমুদ্র আর নির্জনতার আবহ তাদের কাছে ভীষণ আকর্ষণীয় মনে হয়েছে। এখানেই তারা মানসিক প্রশান্তি ও ব্যক্তিগত সময় কাটানোর সুযোগ খুঁজে পেয়েছেন।

জানা গেছে, রোনালদো পারিবারিক ব্যবহারের জন্য একটি তিন শয়নকক্ষের ভিলা কিনেছেন। পাশাপাশি আরও একটি দুই শয়নকক্ষের ভিলার মালিক হয়েছেন তিনি। এই রিসোর্ট কমিউনিটির প্রাথমিক মালিকদের একজন হিসেবে যেকোনো সময় সেখানে গিয়ে অবকাশ যাপনের সুবিধা পাবেন এই তারকা ফুটবলার।

রেড সি ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী জন পাগানো বলেন, রোনালদোর মতো আন্তর্জাতিক তারকার বিনিয়োগ এই গন্তব্যের বৈশ্বিক আকর্ষণকে তুলে ধরে। তার ভাষায়, প্রকৃতি, আধুনিক বিলাসিতা ও ব্যক্তিগত গোপনীয়তার অনন্য সমন্বয়ই এই প্রকল্পের মূল শক্তি। তিনি আরও জানান, পুরো প্রকল্পটি পরিবেশবান্ধব এবং নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরশীল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন