- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে গণ অধিকার পরিষদের ভেতরে মতভেদ স্পষ্ট হয়ে উঠেছে। দলটির অধিকাংশ নেতা কম সংখ্যক আসনে সমঝোতায় না গিয়ে নিজস্ব দলীয় প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে মত দিয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
দলীয় সূত্রে জানা গেছে, সোমবার গণ অধিকার পরিষদের জাতীয় নির্বাহী কমিটির এক বৈঠকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে নেতারা চলমান রাজনৈতিক বাস্তবতা ও দলের ভবিষ্যৎ কৌশল নিয়ে মতামত দেন।
এর আগে রোববার রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছড়িয়ে পড়ে যে, বিএনপি গণ অধিকার পরিষদকে দুটি আসন ছেড়ে দিতে পারে। সম্ভাব্য আসন হিসেবে পটুয়াখালী-৩ এবং ঝিনাইদহ-২ আসনের নাম উঠে আসে। এ খবরে দলের ভেতরে অসন্তোষ সৃষ্টি হয় বলে জানা গেছে।
সূত্র জানায়, রোববার বিএনপি ও গণ অধিকার পরিষদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ১০টি আসনে সমঝোতার প্রস্তাব দেওয়া হলেও বিএনপি প্রাথমিকভাবে মাত্র দুটি আসনের কথা জানায়। এই অবস্থান মেনে নিতে রাজি নন দলের বেশির ভাগ নেতা।
বিষয়টি নিয়ে আলোচনার জন্য সোমবার দুপুরে আবারও দলীয় বৈঠক বসে। সেখানে অনেক নেতা বলেন, প্রয়োজন হলে গণ অধিকার পরিষদ ৩০০ আসনেই নিজস্ব প্রতীকে নির্বাচন করতে প্রস্তুত।
দলটির সভাপতি নুরুল হক জানান, দলের নেতারা মনে করছেন, গণ-অভ্যুত্থানের পর জনগণের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, কম আসনে সমঝোতা করলে তা পূরণ হবে না। বরং এমন সমঝোতা দলের রাজনৈতিক অবস্থানকে দুর্বল করবে এবং মর্যাদাহানির কারণ হতে পারে।
তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে সীমিত আসনে সমঝোতা না করে আলাদাভাবে নির্বাচনে যাওয়ার পক্ষে দলীয় নেতাদের বড় একটি অংশ মত দিয়েছেন। বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে এবং পরবর্তী বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত গণ অধিকার পরিষদের ভবিষ্যৎ কৌশলের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।